Home বিশ্ব বিশ্বে কিছুতেই থামছেনা করোনার তাণ্ডব

বিশ্বে কিছুতেই থামছেনা করোনার তাণ্ডব

by Newsroom
করোনা

কিছুতেই থামছেনা করোনার তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত বিশ্বে শনাক্তের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৮৩ হাজার।

৬ সেপ্টেম্বর রোববর সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৩ হাজার ৭৪২ জনের। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১৬ লাখ ৬ হাজার ৮০১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৯২ হাজার ৮১৮ জন।

বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন।

আর শনাক্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪১ লাখ ২৩ হাজার জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ২৩০ জন।

করোনা শনাক্ত ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে শনাক্ত হয়ে মারা গেছেন ৭০ হাজার ৬৭৯ জন। আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে। আর মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভয়েস টিভি/টিআর

You may also like