Home রাজনীতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাহাউদ্দিন নাছিম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাহাউদ্দিন নাছিম

by Amir Shohel

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন বাহাউদ্দিন নাছিম।

তিনি বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি।

২০১৯ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন।

ভয়েসটিভি/এএস

You may also like