Home ধর্ম সপরিবারে করোনায় আক্রান্ত ধর্মসচিব

সপরিবারে করোনায় আক্রান্ত ধর্মসচিব

by Newsroom
করোনায় আক্রান্ত

ঢাকা: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। ২৩ আগস্ট রোববার সকালে ধর্মসচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের এ তথ্য জানান।

পিএস জানান, ২২ আগস্ট শনিবার ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই সাথে তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো. যুবায়ের বলেন, শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই।

দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ভয়েস টিভি/টিআর

You may also like