নেইমারসহ ছয় সতীর্থের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) আরেক তারকা ফুটবলার কালিয়ান এমবাপে। ফরাসি ক্লাবটির ৭ম খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন এই ফরোয়ার্ড।
আজ মঙ্গলবার উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচে খেলা হচ্ছে না এমবাপের।
গতকাল সোমবার তিনি করোনা পজিটিভ হন। সঙ্গে সঙ্গে তাকে ফ্রান্সের দল থেকে বাদ দেয়া হয়। যদিও তিনি সুস্থ আছেন এবং করোনার কোনো লক্ষণ নেই।
দেশটির ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দল ছেড়ে তিনি বাসায় ফিরে গেছেন।
এছাড়া নেশন্স লিগে গত শনিবার সুইডেনের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এমবাপে। তাকে হারানো ফ্রান্সের জন্য তাই বড় ধাক্কা। প্যারিসে মঙ্গলবার মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া।
এই নিয়ে পিএসজির মোট সাত জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।
ভয়েস টিভি/টিআর