Home চিকিৎসা করোনায় আরও মৃত্যু ২১, শনাক্ত ২১২৯

করোনায় আরও মৃত্যু ২১, শনাক্ত ২১২৯

by Amir Shohel
করোনায় মৃত্যু

ঢাকা : গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। আর ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করে গত একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ‌দুই হাজার ১২৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৭৯০ জনে।

১ আগস্ট শনিবার দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

স্বাস্থ্য বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

করোনা মহামারি বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ১১৪ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ২৪৭ জন। এক কোটি ১২ লাখ ১৮ হাজার ২২৯ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like