Home চিকিৎসা করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮

by Amir Shohel
করোনা আপডেট

ঢাকা : গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮৩৬ জনে। আর ১২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করে গত একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই হাজার ৫৪৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৮ করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

করোনা মহামারি বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৮৪০ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৭৮৯ জন। ৯৫ লাখ ৫৪ হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

 

You may also like