Home সারাদেশ করোনায় একদিনে রেকর্ড ৬৪ জনের মৃত্যু

করোনায় একদিনে রেকর্ড ৬৪ জনের মৃত্যু

by Newsroom

ভয়েস রিপোর্ট: দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। আরে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮৪৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৬৮২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৯ হাজার ৬২৪ জন। এছাড়া একই সময়ে সারাদেশে ৬৮টি ল্যাবের মধ্যে ৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৮৬৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৬৬ হাজার ৪৬০টি।

তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দুইজন করে ছয়জন, খুলনা ও রাজশাহী বিভাগে সাতজন করে ১৪ জন। মারা যাওয়া ৬৪ জনের মধ্যে হাসপাতালে ৫১ জন, বাসায় ১৩ জন মারা গেছেন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You may also like