Home সারাদেশ করোনায় একদিনে ৪৫ মৃত্যু; শনাক্ত ৪০১৪

করোনায় একদিনে ৪৫ মৃত্যু; শনাক্ত ৪০১৪

by Newsroom

ভয়েস রিপোর্ট: একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৮০১ জনে।

সোমবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৭ হাজার ৭৮০ জন।

তিনি আরো জানান, সারাদেশে ৬৮টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪১৩টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৪১ হাজার ৮০১টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এক জন করে দুই জন, খুলনা বিভাগে পাঁচ জন, বরিশাল ও সিলেট বিভাগে তিন জন করে ছয় জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছে ৩০ জন, বাসায় মারা গেছে ১৪ জন। মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে একজনকে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে এক হাজার ২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছে ৬০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছে ২৫ হাজার ৮৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১৪ হাজার ৯৪২ জন।

You may also like