Home চিকিৎসা করোনায় আরও ৩০ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬

করোনায় আরও ৩০ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬

by Amir Shohel
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

ঢাকা: গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৮৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ১২৯ জনে।

১১ জুলাই শনিবার দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত একদিনে ১১ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৮৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৮ হাজার ৩৪ জন।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৫৯ হাজার ৪৮১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৩ লাখ ৭৭ হাজার ৭৭৩ জন।

ভয়েসটিভি/এএস

You may also like