Home সারাদেশ করোনায় পেশা আর ঢাকা ছাড়ছে মধ্যবিত্তরা

করোনায় পেশা আর ঢাকা ছাড়ছে মধ্যবিত্তরা

by Newsroom

নিয়ামুল আজিজ সাদেক: করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ায়, পেশা আর ঢাকা ছাড়ছে মধ্যবিত্ত মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান অফিস বন্ধ থাকায় চাকরি হারিয়ে অনেকে বিকল্প পেশা বেছে নিয়েছে। ঢাকা থেকে ব্যবসা বা অফিস গুটিয়ে কেউ গ্রামে চলে গেছে। রাজধানীর তেজতুরিপাড়া, পূর্বরাজাবাজার, ফার্মগেট, আজিমপুর এলাকার বেশকিছু ভবরে এখন বাড়িভাড়া সাইনবোর্ড ঝুলছে। বাড়ির মালিকদের দাবি, বিদ্যুৎ পানি গ্যাসের বাড়তি দামের সাথে একের পর এক ফ্লাটখালি হওয়ায় তারাও বিপাকে পড়েছে। ।

রাজধানী ঘুরে দেখা যায়, কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মালেক পেশা পরিবর্তন করেছেন জীবনের তাগিদে। রিকসা চালিয়ে যে টাকা পান তাতে পরিবারকে গ্রামে পাঠানো ছাড়া কোন উপায় দেখছেন না তিনি। মালেকের মতো বাধ্য হয়ে বাড়ির কেয়ারটেকার সজীবও এখন ফল বিক্রেতা।

তেজতুরি মেসপাড়া জুড়ে এখন শূন্যতা। বাড়ির প্রধান ফটকগুলোতে ঝুলছে বাসা ভাড়ার বিজ্ঞপ্তি। করোনায় বাড়ি ছাড়ার হিড়িক পড়েছে জনাকীর্ণ এই এলাকায়ও। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক হিসেব বলছে, এদেশে ৩৬ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। ঢাকার হিসেবে এর পরিমাণ ৬০। ৩ শতাংশ মানুষ কাজ পেলেও বেতন পান না।

টু-লেট আর বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তিতে ছেয়ে গেছে পুরো গ্রীণ রোড আর ফার্মগেট এলাকাও। দোকান বা মার্কেটের কয়েক মাসের ভাড়া বাকি রেখেও চলে গেছেন অনেকে। নিতান্ত প্রয়োজনে যারা দোকান বা ভাড়া বাসায় আছেন তারাও অজানা আশংঙ্কা নিয়ে জীবনযাপন করছেন।

ভুক্তভোগীরা জানান, করোনার এই দুর্যোগে মানুষের জীবনযাত্রার মানও কিছুটা নিম্নমুখী। খুবই সতর্ক হয়ে খরচ করতে হচ্ছে তাদের।

You may also like