Home চিকিৎসা করোনায় প্রাণ কাড়লো আরও ৪৪ জনের

করোনায় প্রাণ কাড়লো আরও ৪৪ জনের

by Amir Shohel
ভারতে করোনা

ঢাকা : গত একদিনে দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসে মারা গেছেন তিন হাজার ৫৫৭ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন শনাক্ত হলেন।

১৩ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৯২টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি। এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like