Home সারাদেশ করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু

করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু

by Newsroom

কুমিল্লা সংবাদদাতা: করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক একেএম মিজানুর রহমান মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ফোরটিস হাসপাতালে তিনি মারা যান। বুধবার (৩ জুন) কুমিল্লা জেলা সিভিল কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টায় তার দাফন করেন মানবিক সংগঠন বিবেকের সদস্যরা।

মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। আইসিইউ’র ব্যবস্থা না থাকায় সেখান থেকে তাকে ফোরটিস হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউতে নেয়ার আগেই তিনি মারা যান বলে জানান ফোরটিসের সুপারিন্টেনডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী।

You may also like