Home সারাদেশ করোনায় মারা গেলেন সাতক্ষীরা ডিসির বাবা

করোনায় মারা গেলেন সাতক্ষীরা ডিসির বাবা

by Amir Shohel

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৮৩) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারি কমিশনার নুরুল আমিন জানান, তিনি বার্ধক্যজনিত কারণে নানা ধরণের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বর্তমানে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি কোভিড-১৯ আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।

ভয়েসটিভি/এএস

You may also like