Home বিশ্ব করোনায় মৃত্যু ছাড়ালো ৯ লাখ ৩২ হাজার

করোনায় মৃত্যু ছাড়ালো ৯ লাখ ৩২ হাজার

by Newsroom
করোনায় মৃত্যু

বেড়েই চলছে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব। সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না। তাও আতঙ্ক ছাড়ছে না জনমনে। সারা বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩২ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জনের। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৩২৮ জনে। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ১২ লাখ ১৭৬ হাজার ৬৬৫ জন।

শনাক্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার মানুষের। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী ভারত। দেশেটিতে মোট শনাক্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন। আর মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশেটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪ জন।

শনাক্তে চতুর্থ অবস্থানে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৭০০ জন।

ভয়েস টিভি/টিআর

You may also like