Home সারাদেশ চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ৯২ জন

চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ৯২ জন

by Newsroom
করোনায় শনাক্ত

চট্টগ্রামে জেঁকে বসেছে ২য় ধাপের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে আরও ৯২ জন শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৮টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৯২ জনের। এরমধ্যে ৬৯ জন নগরীর এবং ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৮৪ জনে। আর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৭ জন করোনা রোগী।

ভয়েস টিভি/টিআর

You may also like