Home সারাদেশ করোনায় সৌদি ফেরত ব্যবসায়ীর মৃত্যু

করোনায় সৌদি ফেরত ব্যবসায়ীর মৃত্যু

by Amir Shohel

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে সুরুজ আলী নামে এক সৌদি ফেরত ব্যবসায়ী মারা গেছেন।

৫ সেপ্টেম্বর শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, নিহত সুরুজ আলী গত ১ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। শনিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওডি/এএস

You may also like