Home অর্থনীতি করোনায় স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

করোনায় স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

by shahin

নিজস্ব প্রতিবেদক, ভয়েস টিভি : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দুইটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২ হাজার ৪শ ৯২ কোটি টাকা ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১০টি প্রকল্পের করোনা মোকাবেলা দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন,‘ দুইটি প্রকল্প করোনার প্রাদুর্ভাব মোকাবেলা সংক্রান্ত। আজ একনেক সভায় এই দুটিসহ চারটি প্রকল্প কোন পরিবর্তন ছ্ড়াাই অনুমোদন দেয়া হয়েছে।’
তিনি জানান,করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় নেয়া দুই প্রকল্প হলো-কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প,যার ব্যয় হবে ১ হাজার ১২৭ কোটি ৫২ লাখ টাকা এবং কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্প,যা বাস্তবায়নে খরচ হবে ব্যয় ১ হাজার ৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন,এই দুই প্রকল্প অনুমোদন দেয়ার সময় প্রধানমন্ত্রী হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ানো ও প্রত্যেক জেলার হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ’্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই দুই প্রকল্প বাস্তবায়ন করবে।
কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হলো-দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটকে পূর্ণাঙ্গ রুপ দেয়া। প্রকল্পের আওতায় পিসিআর মেশিন কেনাসহ পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ স্থাপন এবং পিপিই ও মাস্ক কেনা হবে। এছাড়া কমপক্ষে ১৯টি পরীক্ষাগারের সক্ষমতা এবং গুণমানকে কোভিড-১৯ মাইক্রোবায়োালজিকাল ডায়াগনস্টিক সুবিধা দিয়ে উন্নত করা হবে।
অবকাঠামো উন্নয়নে পাশাপাশি ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যকর্মী ও টেকনোলজিস্ট নিয়োগকেও উৎসাহিত করা হবে।
প্রকল্প ব্যয়ের ৮৫০ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিশ^ব্যাংক সহজ শর্তে ঋণ দেবে। বাকী ২৭৭ কোটি ৫২ লাখ টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে।
কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্পের আওতায় করোনা আক্রান্ত রোগি সনাক্ত করতে নির্বাচিত হাসপাতালে টেস্টিং সুবিধা বাড়ানো,করোনা চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম কেনা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্প ব্যায়ের ৮৪৯ কোটি ৯৭ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহজশর্তে ঋণ দিচ্ছে, বাকী ৫১৪ কোটি ৫৯ লাখ টাকা সরকার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করবে।

You may also like