Home জাতীয় করোনায় ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১

করোনায় ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১

by Newsroom

ভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৩৮১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। মোট মৃত্যু হলো ৬৭২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৯৭ জনে।

সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১০৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।

You may also like