Home জাতীয় করোনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

by Newsroom

ভয়েস রিপোর্ট: দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২৪ জন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৩০ হাজার ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৮৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ছয় হাজার ১৯০ জন।
শুক্রবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মাধ্যে দুই জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

You may also like