Home সারাদেশ করোনায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের মৃত্যু

করোনায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের মৃত্যু

by Newsroom
করোনায়

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক হুইপ ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। ১৭ আগস্ট সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গত ৫ আগস্ট কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সঙ্গে সঙ্গে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আজিজুর।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। সেই সাথে গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। এছাড়াও স্বাধীনতা পুরস্কারে ভূষিতও হয়েছেন এ আওয়ামী সৈনিক।

আজিজুর রহমান সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ ছিলেন। মৌলভীবাজারে অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বটবৃক্ষ ছিলেন তিনি।

দায়িত্ব পালন করেছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আজিজুর রহমান।

সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ এবং রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like