ঢাকা: করোনার তান্ডব যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৪ জন।
৩১ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী চারজন। এদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। আর একজন মারা গেছেন নিজ বাড়িতে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮১ জনে।
আর গেল ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছ ২ হাজার ১৭৪ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। ।
গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘন্টায় ২ হাজার ৯৮০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ধরা পরার পর ৮মাসে বিশ্বে ১১৫ দেশ ও অঞ্চলে ছেড়িয়ে পরেছে। এরই মধ্যে ভাইরাসটিতে বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা দুই কোটি ৫৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা সাড়ে আট লাখের বেশি। তবে এক কোটি ৭৭ লাখ রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
ভয়েস টিভি/টিআর