Home বিশ্ব করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

by Newsroom

ভয়েস ডেস্ক: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তরে সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যিলয়রে গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাসে এ র্পযন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রার্দুভাব কমে গেছে। তবে বিশ্বের অন্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। এরইমধ্যে গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রথম শনাক্ত হওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। রয়টার্সের হিসেবে, গত ১ এপ্রিল এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ লাখে পৌঁছায়। এরপর প্রতি দুই সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা দশ লাখ করে বেড়েছে।

You may also like