Home রাজনীতি করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’

করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’

by Amir Shohel

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভালো’ আছেন, শারীরিক অবস্থাও ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী।

১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় ফিরোজায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত করোনায় খালেদা জিয়ার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

বেগম জিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।’

৪৮ ঘণ্টা পর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলেও জানান এফ এম সিদ্দিকী।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন। তিনি সব কিছু তদারকি করছেন।’

বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, ‘এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে হাসপাতালে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।’

চিকিৎসক জানান, খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন, এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলে।

খালেদা জিয়ার বাসার বাকিরা কোথায় আছেন, তাদের কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই কোভিড পজেটিভ। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। ম্যাডাম শুধু নিজের না, অন্যরা ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা সেটাও খেয়াল রাখছেন। আমি দুতলা থেকে নেমে আসছিলাম, উনি ডেকে বললেন, দুজনকে দেখে আসার জন্য।’

এ সময় ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

ভয়েসটিভি/এএস

You may also like