Home সারাদেশ করোনা আতঙ্কেও ভোজ্য তেল উৎপাদন হচ্ছে নওগাঁয়

করোনা আতঙ্কেও ভোজ্য তেল উৎপাদন হচ্ছে নওগাঁয়

by Newsroom

নওগাঁ প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের আতঙ্কেও ভোজ্য তেল উৎপাদন করছে নওগাঁর বিসিক শিল্প নগরীর চারটি মিল।প্রতিদিন এসব মিলে ২০ হাজার কেজি তেল ও ৩৬ হাজার কেজি খৈল উৎপাদন হচ্ছে।যা বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে করোনা থেকে বাঁচতে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ও আয়ের নিশ্চিত করেছে মিল মালিক কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস মহামারিতে স্থবির হয়ে আছে সারাদেশ। অচল হয়ে পড়ছে অর্থনীতির চাকা। এমন সময়েও নওগাঁর বিসিক শিল্প নগরীর জিলানী অয়েল মিল,শাহ অয়েল মিল,সুমন অয়েল মিল এবং এসটি অয়েল মিলেও সরিষার তেল উৎপাদন চালু রেখেছে। যেখানে প্রতিদিন ২০ হাজার কেজি তেল ও ৩৬ হাজার কেজি খৈল উৎপাদন হচ্ছে ।স্বাস্থ্যবিধি মেনে এসব তেল কলে কাজ করছে ৫শতাধিক শ্রমিক।

শ্রমিকদের বেতন প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নজরদারি করছে শিল্প নগরীর কর্মকর্তা মো: আনোয়ারুল আজীম। মিল চালু রাখার জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ের বিষয়টি নিশ্চিত করেছে মিল মালিক কর্তৃপক্ষ।

স্বাস্থ্যবিধি মেনে এসব তেল কল চালু রাখায় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি ৫ শতাধিক শ্রমিকের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে জানান বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো: শামীম হোসেন।

রিপোর্ট: মামুনুর রশীদ বাবু
এডিট: সায়িকা সাম্মা

You may also like