Home সারাদেশ করোনা উপসর্গে চাঁদপুরে স্বামী-স্ত্রীর মৃত্যু

করোনা উপসর্গে চাঁদপুরে স্বামী-স্ত্রীর মৃত্যু

by Newsroom

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার মুজিবুর রহমান পাটোয়ারী (৮৭) ও স্ত্রী রাবেয়া বেগম (৭২) করোনার উপসর্গ নিয় মারা গেছেন।

রাবেয়া বেগম সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ও মুজিবুর রহমান পাটোয়ারী মঙ্গলবার ভোর ৫টায় মারা যান। স্ত্রীর মৃত্যুর ১০ ঘণ্টা পর মারা যান স্বামী। তাদের এক ছেলে ও নাতির করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে।

রোববার সকালে করোনা টেস্টের জন্য বৃদ্ধ স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট এখনো অপেক্ষমান। এ কারণে তাদেরকে চাঁদপুর শহরতলির আশিকাটি গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

এদিকে, ইতিমধ্যে ওই বৃদ্ধ দম্পতির ছেলে ও নাতির করোনা শনাক্ত হয়েছে। এ কারণে রোববার পরিবারটির অন্য সদস্যদের সঙ্গে তাদেরও নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসার আগেই তারা মারা যান।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বলেন, সন্ধ্যায় মারা যাওয়া বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতিমধ্যে করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃদ্ধার মধ্যেও করোনার উপসর্গ বিদ্যমান ছিল। তিনি কিছুদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন। রিপোর্ট আসার পর জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

You may also like