Home সারাদেশ করোনা কেড়ে নিলো আরও এক পুলিশ সদস্যের প্রাণ

করোনা কেড়ে নিলো আরও এক পুলিশ সদস্যের প্রাণ

by Newsroom

ভয়েজ রিপোর্ট: মহামারী করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও এক পুলিশ সদস্যের। তার নাম নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে ২৫ এপ্রিল । তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলি শের ৪ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। বৃহস্পতিবার দুজন ও বুধবার একজন মারা গেছেন।

You may also like