Home খেলার খবর করোনা পজিটিভ পেরুর দুই খেলোয়াড়

করোনা পজিটিভ পেরুর দুই খেলোয়াড়

by Newsroom

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দুই খেলোয়াড়ের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে পেরুভিয়ান ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এর জন্যে বড় ধাক্কা খেল স্বাগতিক পেরু।

আক্রান্ত দুই খেলোয়াড় হলেন, রাউল রুইদিয়াজ ও অ্যালেক্স ভালেরা। করোনা সংক্রমণের খবরে ১২ অক্টোবর সোমবার লিমার জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত অনুশীলনেও অংশ নেননি তারা। তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এই মাঠেই ১৪ অক্টোবর বুধবার সকাল ৬টায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পেরু।

বিশ্বকাপের বাছাই পর্বের ষুরুটা এমনিতেই আশাব্যঞ্জক হয়নি পেরুর। প্যারাগুয়ের সঙ্গে প্রথম ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে তারা। অন্যদিকে, শুরুটা দারুণ হয়েছে ব্রাজিলের। নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

পেরুভিয়ান ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, খেলোয়াড়রা করোনা আক্রান্ত হলেও তাদের মাঝে কোনও উপসর্গ নেই। যা বাকিদের জন্য স্বস্তিদায়ক। তবে দল থেকে তাদের পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছে।’

ভয়েস টিভি/এমএইচ

You may also like