Home জাতীয় ‘করোনা পরবর্তীতেও ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু থাকবে’

‘করোনা পরবর্তীতেও ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু থাকবে’

by Amir Shohel
শিক্ষামন্ত্রী

করোনা পরবর্তীতেও ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু থাকবে এবং সারাদেশে শিক্ষকদের মানোন্নয়নের পাশাপাশি বেতন কাঠামো বৃদ্ধির বিষয়েও সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১৪ অক্টোবর বুধবার এডুকেশন রিপোর্টাস ফোরাম অব বাংলাদেশ ইরাবের এক অভিষেক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, রিপোর্টারদের অবশ্যই যাচাই-বাছাই করে রিপোর্ট করতে হবে। অন্যথায় নানা ধরণের ভুল তথ্য জনগণের কাছে যেতে পারে।

মন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এজন্য আন্ত:মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সাথে নিয়মিত বৈঠক হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ারোধ এবং কারিগরি শিক্ষায় বিশেষ নজর দেয়া হচ্ছে। একই সাথে পাঠ্যসূচিতে কর্মমুখী শিক্ষাও যুক্ত করা হচ্ছে। পরে এ বছরের সেরা রিপোর্টারদের তিনি শুভেচ্ছা জানান।

ভয়েসটিভি/এনএস/এএস

You may also like