Home বিশ্ব করোনা প্রতিরোধী টিকা নিলেন নরেন্দ্র মোদি

করোনা প্রতিরোধী টিকা নিলেন নরেন্দ্র মোদি

by Amir Shohel

মহামারি করোনা (কোভিড-১৯) প্রতিরোধে ভারত বায়োটেকের টিকা নিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ১ মার্চ সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে টিকার প্রথম দফার ডোজ নেন তিনি। তাকে টিকা দেন নার্স পি নিভেদা। টিকা নেয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টু্ইটারে।

সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।

এই টিকা নেয়ার জন্য কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, গতকাল রোববার তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা মিলবে বিনামূল্যেই। সূত্র : আনন্দবাজার

ভয়েসটিভি/এএস

You may also like