Home জাতীয় করোনা ভাইরাসে মারা গেলো আরো ২ জন, আক্রান্ত ৬৬৫

করোনা ভাইরাসে মারা গেলো আরো ২ জন, আক্রান্ত ৬৬৫

by Newsroom
করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে। তবে কমছে মৃত্যু হার। এসময়ের মধে মারা গেছে মাত্র দুইজন। আর নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৯ হাজার ছাড়ালো।  করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক  মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৬২৪ জন আর ৪৩৯ জন ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বর্তমানে ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ১৭৭ জন। এদিকে,গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়। আগের দিন ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিলো। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছ ৮১ হাজার ৪৩৪ জনের নমুনা।

You may also like