Home চিকিৎসা করোনা ভাইরাস এখনো অনেক শক্তিশালী: ডব্লিউএইচও

করোনা ভাইরাস এখনো অনেক শক্তিশালী: ডব্লিউএইচও

by Newsroom

ভয়েস ডেস্ক: শিগগির করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও অনেক শক্তিশালী। এমন মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইতালিতে করনো ভাইরাস দুর্বল হয়ে পড়েছে, একজন চিকিৎসা বিশেষজ্ঞের এমন দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান এ মন্তব্য করেন।
এরআগে মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলেন, ইতালিতে ক্লিনিক্যালি আর করোনা ভাইরাসের অস্তিত্ব নেই। তিনি এক টেলিভিশন সাক্ষাতকারে জানান, গত ১০ দিনে যেসব নমুনা পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে, ভাইরাসটির ক্ষমতা আগের এক মাস বা দুই মাসের চেয়ে কম শক্তিশালী।
তার দাবির পরিপ্রেক্ষিতে রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়তো আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি এখনও মরণঘাতী ভাইরাস।

You may also like