Home সারাদেশ করোনা ভাইরাস: ঝুঁকি কমাতে রাজশাহীতে ৩৩ কয়েদির সাজা মওকুফ

করোনা ভাইরাস: ঝুঁকি কমাতে রাজশাহীতে ৩৩ কয়েদির সাজা মওকুফ

by Newsroom
রাজশাহী কারাগার

ভয়েজ ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝুঁকি কমাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৩৩ জন কয়েদির সাজা মওকুফ করে দিয়েছে সরকার।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন আগে লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের তালিকা নিয়েছিল কারা অধিদপ্তর। তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে রাজশাহীর ৩৩ জন কয়েদিকে ছেড়ে দেয়ার জন্য চিঠি দেয়া হয়। ইতোমধ্যে ১৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে। ১ বছর দণ্ডপ্রাপ্তদের মধ্যে যারা ৬ মাস ভোগ করেছেন তাদেরই মুক্তি দেয়া । আরও দুই দফা বন্দি মুক্তি দেয়া হবে। তবে জরিমানা মওকুফ করা হয়নি। যাদের অর্থদণ্ড ছিলো না তাদেরই ছেড়ে দেয়া হয়েছে। আর ১৬ জনের টাকা না দেয়ায় যেতে পারছে না। বন্দিদের স্বজনরা টাকা জরিমানার টাকা জমা দিলেই তাদের ছেড়ে দেয়া হবে।

You may also like