Home বিশ্ব বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৩৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৩৫ লাখ ছাড়াল

by Imtiaz Ahmed
করোনা আক্রান্ত

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৮৭০। মৃত্যু হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৩৩২ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৬৩ হাজার ২৫৪। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৩৬ হাজার ২৭৮। এর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫৪২। এরমধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস বলেছেন, প্রায় এক বছরের ভোগান্তিতে মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু করোনাভাইরাস এখনও ক্লান্ত হয়নি। কার্যকর টিকা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত সাবধানতা অবলম্বনে কোনও ফাঁকি দেওয়া যাবে না।

ভয়েস টিভি /আইএ

You may also like