Home চিকিৎসা করোনা সংক্রমণে এশিয়ায় তৃতীয় বাংলাদেশ, ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু

করোনা সংক্রমণে এশিয়ায় তৃতীয় বাংলাদেশ, ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশে অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে আছে ভারত। এরপরের অবস্থানে পাকিস্তান।
ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, এশিয়ায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের অবস্থায় সম্মিলিতভাবে ১৭তম। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।
শুক্রবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক-প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা।

You may also like