Home বিশ্ব করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত

by Amir Shohel
প্রায়

ভারতে গত একদিনে রেকর্ড সর্বাধিক ৯০ হাজার ৮০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ লাখ ৪ হাজার ৬১৩।

এর মধ্য দিয়ে কোভিড-১৯ সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে ভারত। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

৭ সেপ্টেম্বর সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

ভারতে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছে ৭১ হাজার ৬৪২ জন।

অপরদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৬৪ জন।

কোভিড-১৯ সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৬ হাজার ৬০৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৮৩৬ জন, কর্ণাটকে ৬ হাজার ৩৯৩ জন, দিল্লিতে ৪ হাজার ৫৬৭ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৪১৭ জন।

প্রাণঘাতি এই ভাইরাসে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে।

ভয়েসটিভি/এএস

You may also like