Home জাতীয় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৬৬

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৬৬

by Shohag Ferdaus
করোনায় মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৬৬ জন। করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৬টি নমুনা।

১৪ আগস্ট শুক্রবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৬ জন। এনিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে।

আর নতুন শনাক্তসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like