Home বিশ্ব করোনায় মৃত্যু সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ছাড়াল

by Newsroom
করোনা

বিশ্বজুড়ে থামছেই না করোনার তাণ্ডব। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃত্যু তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সাড়ে ৫ হাজার মানুষ। আক্রান্ত হয়েছে বিশ্বের আরও পৌনে ৩ লাখের বেশি মানুষ। এতে করে বিশ্বে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। আর এ ভাইরাসে মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, ১৫ আগস্ট শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন। আর শনাক্ত হয়েছে ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ হাজার ৯০৮ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৩৬৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ২৫ হাজার ২২২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ১৩৪ জন। চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ১২ হাজার ৮২৩ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৯৮ জন।

আর যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪৬ হাজার মানুষের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৬ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৩৮ জন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৮৭ হাজারের অধিক আর মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৩ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৫৯১ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় পর এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like