Home বিশ্ব বিশ্বে এক কোটি ৭২ লাখের বেশি করোনা রোগী সুস্থ

বিশ্বে এক কোটি ৭২ লাখের বেশি করোনা রোগী সুস্থ

by Newsroom
শনাক্ত

নভেল করোনা ভাইরাসের তাণ্ডবে বেড়েই চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। সারা বিশ্বে ভাইরাসটিতেে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার। আর বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন এক কোটি ৭২ লাখের বেশি মানুষ।

শনিবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে শনাক্তের মধ্যে ৬৭ লাখ ৬৮ হাজার ২২৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ১৮৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৪১ হাজার ২৯০ জন রোগী মারা গেছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৭৩ লাখ জন সুস্থ হয়ে উঠেছে।

শনাক্ত ও মৃতের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬০ লাখ ৯৫ হাজারের বেশি। দেশটিতে প্রাণ হারিয়েছে এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

এদিকে ব্রাজিলে করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজার ছাড়িয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা ৩৮ লাখের বেশি।

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭৭ হাজারের বেশি। দেশটিতে মোট শনাক্ত হয়েছ ৩৪ লাখের বেশি। ভারতে মোট মৃত্যু ৬২ হাজারের বেশি।

এছাড়া করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছে- রাশিয়ায় সাত লাখ ৯৮ হাজার ৪৬৬, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩৩ হাজার ৯৩৫, পেরুতে চার লাখ ৩৮ হাজার ১৭, মেক্সিকোতে চার লাখ চার হাজার ৬৬৭, চিলিতে তিন লাখ ৭৯ হাজার ৪৫২, ইরানে তিন লাখ ১৮ হাজার ২৭০, পাকিস্তানে দুই লাখ ৭৯ হাজার ৯৩৭, সৌদি আরবে দুই লাখ ৮৭ হাজার ৪০৩, তুরস্কে দুই লাখ ৪১ হাজার ৮০৯, ইতালিতে দুই লাখ ছয় হাজার ৯০২, জার্মানিতে দুই লাখ ১৭ হাজার ৬১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শুক্রবার পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এর মধ্যে মারা গেছেন চার হাজার ১৭৪ জন। আর সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like