Home বিশ্ব নিউইয়র্কের ভোটকেন্দ্র থেকে করোনা ছড়ানোর অভিযোগ

নিউইয়র্কের ভোটকেন্দ্র থেকে করোনা ছড়ানোর অভিযোগ

by Shohag Ferdaus
ভোটকেন্দ্র

গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। পুরো পৃথিবী উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে নির্বাচনের ফলাফলের দিকে। কে হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী উত্তরসূরী তা নির্ভর করছে মাত্র ছয়টি রাজ্যের ফলাফলের ওপর।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভোটকেন্দ্রে কাজ করতেন এমন ১০ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ওই কেন্দ্রে আগাম ভোটের ব্যবস্থা ছিল এবং সংক্রমণের ফলে কয়েক ডজন লোক এখন নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন।

টেলিভিশন চ্যানেল সিবিএসের খবরে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গতকাল (বুধবার) রেকর্ড সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জর্জিয়ার ভোট গণনা শেষ হতে লাগবে আরও ১৬ ঘণ্টা

ভয়েস টিভি/এসএফ

You may also like