Home সারাদেশ পাবনায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

পাবনায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

by Newsroom
করোনা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) পাবনার উদ্যোগে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর রোববার বেলা ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির মজুমদার।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এর আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট মান্ডার লে. কর্ণেল একেএম ইকবাল হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আহসান হাবিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ।

পরে বিএনসিসির পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শহর প্রদক্ষিণ করে। এ সময় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

এদিকে পাবনা শহরের এসএসসির ৮৩ ব্যাচের উদ্যোগে সকালে সাধারণ  মানুষের মধ্যে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন করতে এই মাস্ক বিতরণ করা হয়।

এতে পাবনা-সিরাজগঞ্জ আসনের নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসসহ শহরের এসএসসির ৮৩ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গুর আতঙ্ক

ভয়েস টিভি/এমএইচ

You may also like