Home বিশ্ব ট্রাম্পসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ট্রাম্পসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

by Newsroom
কর্মকর্তার

সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। সম্প্রতি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে নতুন একটি আইন পাস করা হয়। ওই আইনের আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যে এ দেশটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহকে উদ্ধৃত করে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ কথা জানায়।

আনাদোলু নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলায়মানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে মার্কিন পৃষ্ঠপোষকতার দায়ে তাদের ওপরও নিষেধজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্প ও পম্পেও ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোলটন ও সিআইয়ের পরিচালক জিনা হাসপেল।

সাঈদ খাতিবজাদেহ অভিযোগ করেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে অযথাচিত অর্থনীতিকসহ একের পর এক নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like