Home শিক্ষাঙ্গন ১০ বছর আগে ধর্ষণ, রাবি কর্মকর্তার বিচার চায় ছাত্রী

১০ বছর আগে ধর্ষণ, রাবি কর্মকর্তার বিচার চায় ছাত্রী

by Shohag Ferdaus
১৪ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপ-পরিচালক (সঙ্গীত) রকিবুল হাসান রবিনের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বুধবার সকালে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে ভুক্তভোগী ছাত্রী ওই কর্মকর্তার বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। যা তদন্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে তার মেয়ে ১২ বছর বয়সে রকিবুল হাসানের কাছে গান শিখতেন। রবিন বাড়িতে এসে গান শেখাতেন। রকিবুল পরিবারের সদস্যদের কাছে বিশ্বস্ত হয়ে ওঠেন। এই সুযোগে তার মেয়ের ওপর যৌন নির্যাতন করেছেন রকিবুল। তখন ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। সে সময় ভুক্তভোগী এ বিষয়ে কাউকে কিছু জানায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এখন তার মেয়ে ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কয়েক মাস আগে দেশে ফিরে তার মেয়ে জানতে পারেন, রকিবুল আরও অনেক মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করেছেন। এরপরই ভুক্তভোগী তার বাবা-মাকে বিষয়টি অবহিত করেন। এ ধরনের অন্যায়ের প্রতিবাদ করা উচিত উপলব্ধি থেকেই তিনি এ প্রতিবাদ করছেন বলে মামলার এজহারে উল্লেখ রয়েছে।

এদিকে গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌন নিপীড়ন নিরোধ সেল তদন্ত করছে। গত ২ সেপ্টেম্বর উপাচার্য’র কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সেলে পাঠানো অভিযোগ আমলে নিয়ে ৯ সেপ্টেম্বর একটি সভা করেছে যৌন নিপীড়ন নিরোধ সেল ।

যৌন নিপীড়ন নিরোধ সেলের সভাপতি অধ্যাপক রেজিনা লাজ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা প্রথম সভা করেছি। ঘটনাটি অনেক আগের। আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছি।

ভয়েস টিভি/এসএফ

You may also like