Home শিক্ষাঙ্গন উপাচার্যের দাবিতে বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের কর্মবিরতি

উপাচার্যের দাবিতে বশেমুরবিপ্রবি’র কর্মচারীদের কর্মবিরতি

by Shohag Ferdaus
কর্মচারীদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মচারী সমিতি। ২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনের নিচে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দীর্ঘ ১১ মাস ধরে ভারপ্রাপ্ত ভিসি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এর ফলে কর্মচারীদের পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভার টাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের আবাসন শতভাগ বরাদ্দ নিশ্চিত, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং কর্মচারীদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। স্থায়ী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বক্তরা।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি মো. সাগর হোসেন পলু, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ইসলাম, মো. মামুন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

 

You may also like