যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
২৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তিন শতাধিক কর্মচারী এ মানবন্ধনে অংশ নেয়। এছাড়া সাত দিনের মধ্যে ঘটনার বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছে কর্মচারীরা।
কর্মচারী আরশাদ আলীর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন আশিকুর রহমান পরাগ, হাফিজুর রহমান, সাইদুর রহমান কানন, সভাপতি শওকত ইসলাম সবুজ।
মানববন্ধনে বক্তারা জানান, বিগত কমিটির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ উপাচার্যের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করেছেন। বিভিন্ন স্থানে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছেন। সমিতির নিয়ম বহির্ভুতভাবে সমিতির কার্যক্রম পরিচালনা, অর্থ সংগ্রহ, অর্থ উত্তোলন এবং আয় ব্যয়ের হিসাব না রেখে খেয়ালখুশি মতো কাজ করেছেন। কর্মচারী সমিতির নির্বাচিত প্রতিনিধি হয়ে কর্মচারীদের কল্যাণের বদলে অকল্যাণ করেছেন।
এদিকে মঙ্গলবার কর্মচারী সমিতি সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগকে অর্থ আত্মসাতের অভিযোগে তার সদস্য পদ বাতিল করে। অন্যদিকে সাবেক সভাপতি এস এম সাজেদুর রহমান জুয়েল তার ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে বর্তমান নেতারা।
ভয়েস টিভি/এসএফ