Home সারাদেশ নীলফামারীতে কলম বিরতি কর্মসুচি

নীলফামারীতে কলম বিরতি কর্মসুচি

by Newsroom
কর্মসুচি

‘এক দফা এক দাবী, বৈষম্যহীন পদ পদবী’ স্লোগানে সচিবালয়ের সাথে পদবী বৈষম্যের নিরসনের দাবিতে নীলফামারীতে কলম বিরতি ও অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে। ২২ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করে শিক্ষা বিভাগের কর্মচারীরা।

এতে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি আতাউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আশেয়া সিদ্দিকা ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বক্তব্য দেন।

আন্দোলনকারীরা জানান, সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় কমিটি সুপারিশ ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মত দিয়েছে। কিন্তু সেটি আজও দৃশ্যমান হচ্ছে না।

সংগঠনের জেলা সভাপতি আতাউর রহমান জানান, গত ১৭ ডিসেম্বর থেকে এই কর্মসুচি শুরু হয়েছে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আন্দোলন চলাকালে দাফতরিক কাজে যুক্ত থাকবেন না আন্দোলকারীরা।

আরও পড়ুন : এবারও সংসদ অধিবেশনে সংবাদকর্মীরা যেতে পারছেন না

ভয়েস টিভি/এমএইচ

You may also like