Home সারাদেশ ফেনীতে যুবলীগের কর্মীসভায় প্রতিপক্ষের হামলা, আহত ১০

ফেনীতে যুবলীগের কর্মীসভায় প্রতিপক্ষের হামলা, আহত ১০

by Shohag Ferdaus
বোগদাদিয়া

ফেনী সদর উপজেলার লেমুয়ার মজুমদারহাটে স্কুল মাঠে যুবলীগের কর্মীসভায় দলীয় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আজমীর খান সুমন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

২৫ ডিসেম্বর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লেমুয়ার শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত যুবলীগের কর্মীসভা চলছিল। স্থানীয় চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিমের আনুসারীদের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সাতজন গুরুতর আহত হয়।

আহতরা হলেন- যুবলীগকর্মী আকবর হোসেন, মো. সাইদুল ইসলাম টিটু, মো. হানিফ, এমরান হোসেন। আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে কামরুজ্জামান তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনাকালীন স্থানীয় চেয়ারম্যান নাসিমের বিভিন্ন অপকর্মের প্রতিবাদের সেই জেরে আজ অতর্কিতভাবে যুবলীগকর্মীদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন। কে বা কারা হামলা করেছে তা তার জানা নেই।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই অনুষ্ঠানের প্রধান অতিথি শুসেন চন্দ্র শীল জানান, লেমুয়ায় আওয়ামী লীগ এবং যুবলীগের মধ্যে সেখানে মনস্তাত্ত্বিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। সে জেরে এ হামলার ঘটনা ঘটেছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসমান গনি জানান, লেমুয়ায় হামলার ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

ভয়েস টিভি/এসএফ

You may also like