Home পশ্চিমবঙ্গ কলকাতার উপ-হাইকমিশনে শোকাবহ ১৫ আগস্ট পালিত

কলকাতার উপ-হাইকমিশনে শোকাবহ ১৫ আগস্ট পালিত

by Newsroom
কলকাতার উপ-হাইকমিশনে

কলকাতা: যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপ-হাইকমিশন প্রাঙ্গণে। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচিতে অংশ নেন উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

পতাকা উত্তোলন করেন মিশন প্রধান তৌফিক হাসান। এরপর মিশন প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করেন তৌফিক হাসানসহ অন্য কর্মকর্তারা।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া বিকেলে একটি আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like