Home সারাদেশ পারিবারিক কলহের জেরে ঘরে দেয়া আগুনে সৎ মায়ের মৃত্যু

পারিবারিক কলহের জেরে ঘরে দেয়া আগুনে সৎ মায়ের মৃত্যু

by Newsroom

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপে সৎ মা ও সৎ ছেলের পারিবারিক কলহের জেরে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৎ মাসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটেচিকিৎসাধীন অবস্থায় সৎমা আসমা বেগম মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রামহরিতালুক গ্রামের ইসমাইল হোসেনের প্রথম স্ত্রীর মারা গেলে আসমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর ঘরে ইসমাইলের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সাথে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ায় কিছুদন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়।

‘সোমবার ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে গেলে সৎ মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় ইসমাইলের দ্বিতীয় স্ত্রী আসমা বেগম, ছেলে কামাল উদ্দিন, প্রতিবেশী তারেক, সুমন ও মান্না অগ্নিদগ্ধ হয়।’

আরও পড়ুন: পেট্রোল ঢেলে মাকে পুড়িয়ে হত্যা

‘পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সৎ মা আসমা ও সৎ ছেলে কামালকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম মারা যায়। ’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান,  এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামালের শ্যালক তারেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/টিআর

You may also like