টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে কলাগাছের খোসা ও আনারসের পাতা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের আঁশ। এ আঁশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী। এসব আঁশ ও আঁশের তৈরি হস্তশিল্প দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে, এ শিল্পের উদ্যোক্তাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
জানা গেছে, অনেকটা স-মিলের মত দেখতে সারি সারি মেশিন থেকে চিড়ে বের করে আনা হয় আঁশ। তবে তা পাটের সোনালী আঁশ নয়। পরিত্যক্ত কলা গাছের খোসা ও আনারসের পাতা থেকে তৈরি হচ্ছে মূল্যবান এ আঁশ। আর এ থেকে বের হওয়া বর্জ্য থেকে তৈরি হয় উন্নতমানের জৈবসার।
২০১৬ সালে উদ্যোক্তা আনোয়ার পরিত্যক্ত কলা গাছের খোসা ও আনারসের পাতা থেকে এ আঁশ তৈরি করা শুরু করেন। যা থেকে তৈরি করেন বিভিন্ন হস্তশিল্প। তার সফলতায় খুশি তার পরিবার ও স্বজনরা। বর্তমানে তার কারখানায় ৫টি মেশিনে ৪০জন নারী-পুরুষ কাজ করছেন। প্রত্যন্ত এলাকায় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রাও।
তবে উদ্যোক্তা আনোয়ার হোসেনর দাবি, এসব শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নাজুক যোগাযোগ ব্যবস্থা, কারখানায় বিদ্যুৎ সংযোগ না পাওয়া ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটা পিছিয়ে পড়েছেন তিনি।
এদিকে, সোলাকুড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান জানালেন, বৃহৎ আকারে এ শিল্পের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
পরিত্যক্ত প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি পরিবেশবান্ধব এসব পণ্য পচনশীল হওয়ায় চাহিদা রয়েছে বহির্বিশ্বে। তাই বৃহৎ পরিসরে এ শিল্পের প্রসার ঘটাতে পারলে দেশের আর্থিক অবস্থার আরো উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভয়েসটিভি/ টাঙ্গাইল প্রতিবেদক/ টিআর