গাজীপুরের শিমুলতলী এলাকায় এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাঈম নামে এক যুবক ও ওই কলেজছাত্রী একসঙ্গে পড়াশোনা করত। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈম ওই কলেজছাত্রীকে ফোন করে জরুরি কাজের কথা বলে শিমুলতলীতে যেতে বলে। পরে স্কুলগেটের একটি নির্জন স্থানে নিয়ে নাঈমের বন্ধু আনন্দ ও মাসুদ রানা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এর পর কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদী হয়ে রাতেই গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পরে অভিযুক্ত আনন্দ ও মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
তবে ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি নাঈম পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ভয়েস টিভি/টিআর